Being Women

অতলান্ত মৎস্যকন্যা

হাত যদি কেউ না ধরে - একটা সময় ভয়টাও অভ্যেস হয়ে যায়, আর তারপরে সে ভয় আর ভয়ও থাকে না আর। বন্ধুই হয়ে যায় একরকম। 

আলো-আঁধারি ঘরে সুরের উথাল পাথাল আবেশের মধ্যে দিয়ে আমি নিজেকে এক অতলান্ত সমুদ্রে নেমে যেতে দেখি। স্বপ্নের মতন লালচে কমলা অস্তরাগ জলে অগ্নিকন্যার জ্যোতি নিয়ে ছড়িয়ে গেছে। ঝিম ধরা বালুকাবেলা শূণ্য, পিছিয়ে যেতে থাকা ঝাউবন উদাস, নেশার মতন জড়িয়েমড়িয়ে থাকা বালি সাক্ষী। কেউ জানেনা, আমি কোথায় চলে গেছি সুরের মধ্যে দিয়ে। সুর, শুধু সুর, তাতে কোনো কথা নেই। সে আমায় টেনে নিয়ে গেছে জলে। আমার চারিদিকে ঝিনুকরঙা ঢেউ। শনশনে সমুদ্রবায়ু। আমার পায়ের পাতা ভিজে, হাঁটু ভিজে, ঊরু ভিজে, কোমর ভিজে। ঊর্ধ্বগামী জল, অদূরে ডুবতে থাকা সূর্য। 

আমি জলে ভয় পেতাম। জলে নামলে হাত কেউ ঠিক ধরে রাখবে – আমি জানতাম। আসলে ভয়টা বুঝি যত না হত জলে ডুবে যাওয়ার, তার চেয়ে বেশি হত ডুবে যাবার আগে হাতটা ছেড়ে যাবার। 

জীবনের আশ্চর্যতম দিক এইই – যে ঠিক যেমন ভাবে চলবে তুমি ভাববে, সে চলবে তার ঠিক বিপরীতে। ভাটিয়ালি গাইতে গাইতে উজান স্রোতে বয়ে যাই আমরা, না জেনেই। হাত যদি কেউ না ধরে – একটা সময় ভয়টাও অভ্যেস হয়ে যায়, আর তারপরে সে ভয় আর ভয়ও থাকে না আর। বন্ধুই হয়ে যায় একরকম। 

ঠিক তক্ষুনি আমাদের আলো-আঁধারি শোবার ঘরের জোনাকিজ্বলা ছাদ হয়ে যায় দিগন্তবিস্তৃত বালুকাবেলা। আমরা দূর থেকে নিজেকে দেখি। আমি দূর থেকে দেখি আমায় দৌড়ে আসতে। ভেজা বালি ওড়ে পায়ের হালকা চাপে। প্রতি পদক্ষেপে একটু একটু করে ভয়, ওজর, ভুল, আঘাত, অভিমান ছড়িয়ে পড়ে বালিতে। আমি হালকা, আরও হালকা, আরও হালকা হয়ে যাই। 

কী এক আশ্চর্য প্রশান্তি।

ফেরবার তাড়া নেই।

উত্তরের তাড়া নেই।

ঝগড়ার দায় নেই। 

আঘাতের ক্ষত নেই।

আমি কেবল দেখি দূরে একটা কোথাও-কারুর-খুঁজে-না-পাওয়া পাথরের উপরে বসে থাকা মৎস্যকন্যা। আমি দেখি অতলান্ত গভীরে প্রবালদ্বীপের নীলাভ জ্যোতি। আমি দেখি রঙিন মাছেদের হাসিখুশি দল। আমি দেখি জলের কোন্ গভীরে হারিয়ে যাওয়া জাহাজ। আমি দেখি পরপর আপনি খুলতে থাকা গোলাপি ঝিনুকে লুকিয়ে থাকা বসরাই মুক্তো। আমি দেখি জলরঙা বুদ্বুদ। আমি দেখি আশ্চর্য এক হারিয়ে যাওয়া আলো। আমি শুনি জলের মধ্যে ধ্বনিত হতে থাকা ছোট্টবেলার প্রার্থনাসঙ্গীত। 

সরলরেখার মত সৎ সে আলো আমি দিয়ে যেতে চাই।

সে ধ্বনি বিছিয়ে দিতে চাই সবখানে।

সমুদ্রকন্দর থেকে যে আলোর অবগাহন আমি নিয়ে আসব,

তার জ্যোতি নেবে তুমি?


By Saheli Sengupta

Professionally a teacher, Saheli has a zeal for creative writing. Mukta Gadya (Open/ Free Prose) and poetry are her comfort zones, and she principally uses her social handles to publish them. Her writings have been published in different webzines and magazines. Saheli is based in Kalyani, a city a little away from the hustle-bustle of Kolkata, and thus is a lover of nature and solitude. She is passionate about her profession, music and creative writing. She can be reached at sahelisen1989@gmail.com

Facebook Comments

WhatsApp
Facebook
Twitter
Email
LinkedIn

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media

Most Popular

Get The Latest Updates

Subscribe To Our Weekly Newsletter

No spam, notifications only about new products, updates.

Veda's Exclusive

Get Ready to Turn Heads with Our Stunning Sarees!